শারদীয় দুর্গোৎসব : বিএসএফ সদস্যদের মাঝে ৫৩ বিজিবির মিষ্টি বিতরণ

7

দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ভারত-বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার ৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধীন মাসুদপুর, ওয়াহেদপুর, রঘুনাথপুর, মনোহরপুর, ডিএমসিসহ ১৭টি বিওপির কমান্ডারগণ ভারতের ৭৮ ও ৩৫ ব্যাটালিয়ন বিএসএফের সকল ক্যাম্পে মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করেন।
৫৩ বিজিবি, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুবুর রহমান খান বলেন- দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য ৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের পক্ষ থেকে বিএসএফের মালদা ও বহরমপুর সেক্টরের অধীনস্থ ৭৮ ও ৩৫ ব্যাটালিয়ন বিএসএফসহ কোম্পানি ও ক্যাম্পকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছাস্বরূপ মিষ্টি প্রদান করা হয়েছে।
তিনি আরো বলেন, ৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন বাংলা নববর্ষ, জাতীয় দিবস এবং ভারতের স্বাধীনতা দিবসে মিষ্টি বিতরণ করা হয়। আমরা মনে করি, এর মাধ্যমে দুই দেশের পারস্পারিক সম্পর্ক আরো জোরদার হবে এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে।