শান্তি মোড়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা

113

স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট সকল শহীদের স্মরণ ও তাদের আত্মার মাগফেরাত কামনায় চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে শহরের শান্তি মোড় মৃধা পাড়ায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য সুজাতুল আলম কল্লোল এই সভার আয়োজন করেন।
২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামসুদ্দিন বাবলুর (হাজী বাবলু) সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম বুলবুল-এ-গুলেস্তানের সন্তান সাইফুল মতিন, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আফসার আলী, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল ইসলাম রবু, জেলা কৃষক লীগ সহসভাপতি ও জেলা পরিষদ সদস্য আব্দুল হাকিম, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তাজিবুর রহমান, আলোচনা সভার আয়োজক সুজাতুল আলম কল্লোলসহ অনেকে।
বক্তারা বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা পরিস্থিতি মোকাবেলা করে দেশ গড়ার কাজ করার আহ্বান জানান।