রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on জুন ৩০, ২০২৪ by

শাকিব খানের সিনেমা ফিরিয়ে আক্ষেপে সাবিলা

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। তার সিনেমা মানেই প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভিড়। বছরে দুইটি ঈদে এই নায়কের সিনেমা মুক্তি নিয়ে ভক্তদের মাঝেও কম উন্মাদনা বিরাজ করে না। গেল ঈদে মুক্তিপ্রাপ্ত ‘তুফান’ সিনেমা ব্লকবাস্টার তকমা পেয়েছে ইতোমধ্যেই। এর আগে গত বছরের ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘প্রিয়তমা’ সিনেমাও অলটাইম ব্লকবাস্টার হয়েছে। এই দুইটি ছবিই রেকর্ড গড়েছে, ভেঙেছে। শাকিবের বিপরীতে এই দুই সিনেমায় কলকাতার দুইজন অভিনেত্রী অভিনয় করলেও সেখানে দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর জায়গা করে নিতে পারতেন। তবে শিডিউল না মেলার কারণে প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তেমনটাই জানিয়েছেন এই অভিনেত্রী। ‘প্রিয়তমা’ ও ‘তুফান’ সিনেমা ফিরিয়ে দেওয়া বোকামি হয়েছে বলে মন্তব্য করে সাবিলা নূর বলেন, ‘এখন মনে হচ্ছে ছবি দুটি না করা ছিল আমার জন্য অনেক বড় বোকামি! “প্রিয়তমা” সুপার-ডুপার হিট হয়েছে। আর “তুফান” তো এখন চারিদিকে ঝড় তুলেছে। রায়হান রাফীর কাজে সবসময়ই আলাদা ডাইমেনশন থাকে। আর মোস্ট ইম্পর্টেন্টলি, আমাদের দেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে কাজের সুযোগ হাতছাড়া হয়েছে।’ কেন দুইটি সিনেমা ফিরিয়ে দিয়েছেন, এমন প্রশ্নে ‘প্রিয়তমা’র কারণ উল্লেখ করেছেন অভিনেত্রী। তবে তুফান নিয়ে খোলাসা করে কিছু বলেননি। সাবিলা বলেন, ‘প্রথম ছবি “প্রিয়তমা” করতে পারিনি সময়ের জন্য। তারা যে সময় আমার সিডিউল চেয়েছিলেন, তার আগে থেকেই অন্য সিডিউল দেওয়া ছিল। আর “তুফান” নিয়ে এখন বেশিকিছু বলতে চাই না। এই ছবির এত প্রশংসা চারিদিকে, যারা কাজ করেছেন তারা প্রত্যেকে চমৎকার অভিনয় করেছেন। শুধু এটুকু বলব, ছবি দুটি ছবি না করতে পারা আমারই ক্ষতি, করতে পারলে ক্যারিয়ারে ভালো দুটি কাজ যুক্ত হত। তবে আমি বিশ্বাস করি, ভবিষ্যতে এর চেয়ে ভালো কাজ আমি করতে পারব।’ দীর্ঘদিন দরে ছোটপর্দায় অভিনয় করছেন সাবিলা নূর। তবে শিগগিই বড়পর্দায় পা রাখবেন অভিনেত্রী। সেই প্রস্তুতিও নিচ্ছেন তিনি। সাবিলার ভাষায়,‘আসলে বড়পর্দার প্রিপারেশনও তো অনেক বড় পরিসরে নিতে হয়। বিশাল ক্যানভাসে কাজ করার জন্য নিজেকে সেভাবেই প্রস্তুত করতে হয়। ওটিটিতে কাজের সময় আমি বলেছিলাম- নাটকে দর্শকরা আমাকে যেভাবে দেখেছে, সেভাবে হাজির হতে চাই না। সিনেমার ক্ষেত্রেও একই কথা বলতে চাই। সে রকম গল্প, চরিত্র এবং পরিচালকের জন্য অপেক্ষা করেছি এতদিন, এখন অনেকখানি এগিয়েছে কাজের কথা। এখন অপেক্ষায় আছি শুধু প্রযোজকের ঘোষণার। তার আগে আমি বেশিকিছু বলতে চাই না।’ সাবিলা নূরকে সবশেষ দেখা গেছে ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’-এ। শিহাব শাহীন পরিচালনায় এতে তিনি অভিনয় করেছেন একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে। যা দর্শকমহলে বেশ প্রশংসিতও হয়েছে।

About The Author

শেয়ার করুন