শুক্রবার, ২০ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on ফেব্রুয়ারি ২০, ২০২৫ by

শহীদ দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা

রাজশাহীর গোদাগাড়ীর বাবুডাইং আলোর পাঠশালায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া দিবসটি উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিবছরের মতো এবারো বাঁশ-কঞ্চি ও মাটি দিয়ে শহীদ মিনার তৈরি, বেদী ও বিদ্যালয়ের মাটির ভবনের দেয়ালে আল্পনা আঁকা হয়েছে। আল্পনা এঁকেছেন বিদ্যালয়টির শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার। প্রাক-প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের চিত্রাঙ্কনের বিষয় ছিল ইচ্ছেমত, তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের বিষয়- জাতীয় পতাকা এবং চতুর্থ-পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিষয় ছিল শহীদ মিনার। অন্যদিকে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী ও এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে রচনা প্রতিযোগিতার।
বিজয়ীদের আজ শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার দেয়া হবে।

About The Author

শেয়ার করুন