শহিদ কামারুজ্জামানের সমাধিতে দুই এমপির শ্রদ্ধা

28

জাতীয় চার নেতার অন্যতম শহিদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে নবনির্বাচিত জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মু. জিয়াউর রহমান ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপ নির্বাচনে নবনির্বাচিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ। রবিবার তারা নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে রাজশাহী যান এবং শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া করেন।
এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে তারা শুভেচ্ছা বিনিময় করেন। এসময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।