শহরে পথচারী ও রিকশাচালকদের মধ্যে ডা. রাব্বানীর ইফতার বিতরণ

20

চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরের বিশ্বরোড মোড়ে বুধবার ইফতারির পূর্বে পথচারী, রিকশাচালক, স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. গোলাম রাব্বানী ও তার সহধর্মিণী ওয়েল ফেয়ার ক্লাবের সভানেত্রী সেলিনা বিশ্বাস ব্যক্তিগত উদ্যোগে শতাধিক মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হাজি বাবলু, পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সম্পাদক মেহদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আব্দুল জাব্বারসহ অন্যরা।
এ সময় ডা. গোলাম রাব্বানী জানান, পৌর এলাকার বিভিন্ন সড়ক ও মোড়ে ঈদের আগের দিন পর্যন্ত সাধারণ পথচারী ও রিকশা, অটোরিকশা শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ অব্যাহত থাকবে এবং স্বাস্থ্য সচেতনতায় উদ্বুদ্ধ করা হবে।