শরিফুল রাজ-বুবলির প্রেমের গুঞ্জন
কখনো পাবলিক বাসে, কখনো সড়কে, আবার কখনো নদীর ধারে ভালোবাসা ছড়িয়েছেন রাজ-বুবলী। এই দুজনের ব্যক্তিগত জীবন নিয়েও কম কথা হয়নি। সেসব কাটিয়ে নতুন পথে হাঁটছেন তারা। এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তাদের সিনেমা ‘দেয়ালের দেশ’। তবে এই সিনেমার প্রচারে গিয়ে বুবলীর হাত ধরে দৌড় দিলেন রাজ। আর এই ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে প্রেমের গুঞ্জন। বিষয়টি একটু খোলাসা করা যাক। ঈদে পরিচালক মিশুক মনিরের ‘দেয়ালের দেশ’ সিনেমায় জুটি হয়ে অভিনয় করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী ও নায়ক শরিফুল রাজ। ভিন্নধর্মী গল্প হওয়ায় প্রথম দিন থেকে মাল্টিপ্লেক্সেগুলোতে শো হাউস ফুল যাচ্ছে। তৃতীয় দিন সিনেমাটির প্রমোশনের অংশ হিসেবে রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে গিয়েছিল টিম ‘দেয়ালের দেশ’।
সেখানে গিয়ে দর্শক ও সংবাদকর্মীদের ভিড়ের মাঝে পড়ে যান তারা। একপর্যায়ে বুবলীর হাত ধরে দৌড়ে সিনেপ্লেক্সের প্রশাসনিক কক্ষে ঢোকার চেষ্টা করেন। এর আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মিশুক মনিরসহ বুবলী ও শরিফুল রাজ। বুবলী বলেন, ‘দেয়ালের দেশ’ সিনেমার পোস্টার, টিজার ও ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকের যেভাবে সাড়া পাচ্ছিলাম তাতে মনে হয়েছিল ভালো কিছু হতে যাচ্ছে। ঠিক যেন তাই হলো। গত দুই দিনে তার প্রমাণ পেয়েছি। চিন্তাও করিনি দর্শকের এতটা ভালোবাসা পাব। ‘দেয়ালের দেশ’ সিনেমাটি আসলে গল্প ও শিল্পীদের পরিশ্রমের কারণে এগিয়ে যাচ্ছে। আমি চাই সবাই সিনেমা হলে গিয়ে ‘দেয়ালের দেশ’ দেখুক। সিনেমাটির শুরু থেকেই ‘দেয়ালের দেশ’ টিমের সঙ্গেই মজে ছিলেন বলে জানালেন নায়ক শরিফুল রাজ। তার কথায়, যেদিন শুটিং শুরু করেছিলাম সেদিন থেকেই আমি এই টিমের সঙ্গে মজে ছিলাম। সিনেমা দেখে দর্শক যখন প্রশংসা করছে, তখন মনে হচ্ছে আমাদের কষ্টটা সার্থক হয়েছে।