বাংলাদেশ ইউনিয়ন পরিষদ হিসাব সহকরী কাম-কম্পিউটার অপারেটর অ্যাসোসিয়েশনের (বাপাকা) রাজশাহী বিভাগীয় সম্মেলন শনিবার অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় রাজশাহী শহরের লোটাস কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার পরিচালক মো. জিয়াউল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহীর আঞ্চলিক লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপপরিচালক পারভেজ রায়হান ও রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক শাহানা আখতার জাহান।
এ-সময় অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন- বাংলাদশে ইউনিয়ন পরিষদ হিসাব সহকারী কাম-কম্পউিটার অপারটের অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির মো. নাছির হোসেন, মো. জোবায়ের মাহমুদ সৌরভ, মো. আনোয়ার হোসেন ঢালী, এস এম জহিরুল ইসলাম, মো. খালিদুল ইসলাম সজিব, মো. ফরহাদ আলী, মো. মশিউর রহমান ও মো. মাহফুজুল হক বাপ্পা।
সম্মেলনে চাঁপাইনবাবগঞ্জ থেকে বিভিন্ন ইউনিয়ন পরিষদে নিয়োগপ্রাপ্ত হিসাব সহকারীগণ যোগ দিচ্ছেন। তারা হলেন- মো. সোহেল রানা, মো. আল আমীন, ফয়সাল আহমেদ, মো. আতিকুর রহমান, মোহা. রাকিবুল ইসলাম, মো. হাসান আলী, মো. রুবেল আহম্মেদ, মোস্তাক আহমেদ, মো. আরিফ হোসেন, আমিনুল ইসলাম, টকি খাতুন, মোস্তাফিজুর রহমান ও ইমান আলীসহ অন্যরা। এদের মধ্যে বাপাকের রাজশাহী বিভাগীয় সহ-সভাপতি পদে মো. সোহেল রানা, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মো. আতিকুর রহমান ও উপ-প্রচার সম্পাদক পদে মো. আল আমীন নির্বাচন করবেন বলে নিশ্চিত হওয়া গেছে।
সম্মেলনে রাজশাহী বিভাগের ১৮০টি ইউনিয়নের প্রায় ২৫০ জন হিসাব সহকারী অংশগ্রহণ করবেন।