নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নতুনহাট এলাকায় অবস্থিত শংকরবাটী হেফজুল উলুম এফ. কে. কামিল মাদরাসা থেকে এবার দাখিল পরীক্ষায় ৫৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে।
তাদের মধ্যে এ প্লাস পেয়েছে ৪ জন, এ গ্রেড পেয়েছে ৩৪ জন, এ মাইনাস পেয়েছে ১২ জন, বি গ্রেডে উত্তীর্ণ হয়েছে ৩ জন এবং সি গ্রেড ২ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের ফলাফলে এই শিক্ষা প্রতিষ্ঠানটি চাঁপাইনবাবগঞ্জ জেলা শীর্ষে রয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ড. এমরান হোসেন।