শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এই সেøাগানকে সামনে রেখে শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সহায়তার অংশ হিসেবে শংকরবাটি উচ্চ বিদ্যালয়ের তহবিলে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেছে গ্রামীণ ট্রাভেলস। সোমবার ৫০ হাজার টাকার চেক তুলে দেন গ্রামীণ ট্রাভেলসের চেয়ারম্যান মো. মোখলেসুর রহমান।
গ্রামীণ ট্রাভেলসের প্রধান কার্যালয়ে শংকরবাটি উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. আজিজুর রহমান ও প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম এবং স্কুলটির সহকারী প্রধান শিক্ষক মো. শওকত আলমের হাতে চেকটি তুলে দেন শিক্ষানুরাগী মো. মোখলেসুর রহমান। এসময় উপস্থিত ছিলেন গ্রামীণ ট্রাভেলসের এমডি মো. রাকিব উদ্দীন , চেয়ারম্যানের একান্ত সচিব আব্দুল জলিল।
মো. মোখলেসুর রহমান বলেন, আদি আগাগোড়ায় শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছি। আমি মনে করি একটি জাতির উন্নয়ন কেবল শিক্ষার মাধ্যমে সম্ভব, তাই আমি আমার পক্ষ থেকে মানুষ গড়ার প্রতিষ্ঠান গুলোকে যথাসাধ্য সহায়তার অংশ হিসেবে এই টাকা অনুদান দিলাম।