শংকরবাটিতে ফেনসিডিলসহ আটক ১

41

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শংকরবাটি এলাকার সাজিরুদ্দিন মন্ডলপাড়া মহল্লা থেকে ৫২ বোতল ফেনসিডিলসহ মো. আব্দুল জব্বার (৫২) নামে একজনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি ওই মহল্লার মৃত হাবিবুর রহমানের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সদস্যরা  শনিবার অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাকে আটক করেন।
সংস্থাটির চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক রায়হান আহমেদ খান জানান, আজ (গতকাল) শনিবার সকাল সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে মো. আব্দুল জব্বারের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ৫২ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।