লিভারপুলের তিন দশকের স্বপ পূরণের নায়ক কোচ ইয়ুর্গেন ক্লপ ক্লাবটির সঙ্গে চুক্তি আর বাড়াবেন না বলে জানিয়েছেন। ফুটবলের প্রতি এখনকার মতো টান অনুভব না করলে কোচিং ক্যারিয়ারের ইতিও টেনে দিতে পারেন, ইঙ্গিতও দিয়েছেন তিনি। ২০১৫ সালের অক্টোবরে বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে লিভারপুলে যোগ দেন ক্লপ। তার কোচিংয়ে গত বছর চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জেতে দলটি। আর এ বছর ইংল্যান্ডের শীর্ষ লিগে ৩০ বছরের আক্ষেপ ঘুচিয়ে আবারও শিরোপা জিতেছে অ্যানফিল্ডের দলটি; প্রিমিয়ার লিগ নামকরণের পর প্রথম শিরোপা। রেকর্ড সাত ম্যাচ হাতে রেখে এবার লিগ শিরোপা নিশ্চিত করে তারা। লিভারপুলের সঙ্গে ২০২৩-২৪ মৌসুমের শেষ পর্যন্ত চুক্তি রয়েছে এই জার্মান কোচের। এরপর কোচিং ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাববেন বলে জার্মানির স্পোর্টস পোর্টাল ‘স্পোর্ট বাজের’-কে সোমবার দেওয়া সাক্ষাৎকারে জানান ক্লপ। “আমি এক বছর বিরতি নিব। এরপর নিজেকে জিজ্ঞাসা করব, আমি ফুটবল মিস করছি কিনা। যদি উত্তর আসে না, তাহলে সেটাই হবে কোচ ইয়ুর্গেন ক্লপের সমাপ্তি।” “কোনো একদিন যদি আমি আর কোচ না থাকি, একটি জিনিসের অভাব অনুভব করব না। তা হলো, ম্যাচের ঠিক আগ মুহূর্তের দুঃশ্চিন্তা।”