মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on এপ্রিল ১৯, ২০২৪ by

লিভারপুলকে হটিয়ে সেমিফাইনালে আটালান্টা


এফএনএস স্পোর্টস: এনফিল্ডে ৩-০ গোলে হারের খেসারত দিলো লিভারপুল। আটালান্টার মাঠে বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ ১-০ গোলে জিতলেও ইউরোপা লিগ থেকে বিদায় নিলো তারা। প্রথমবার ইউরোপের কোনো প্রতিযোগিতায় ফাইনালে খেলার হাতছানি আটালান্টার সামানে মোহাম্মদ সালাহর পেনাল্টি গোলে ৭ মিনিটে লিড নেয় লিভারপুল। মনে হচ্ছিল, ঘুরে দাঁড়াতে পারবে তারা। কিন্তু ইটালিয়ান ক্লাব রক্ষণ সামলে নিয়ে তাদের প্রত্যাবর্তনের স্বপ্ন ভেঙে দেয়। এখন লিভারপুলের চোখ প্রিমিয়ার লিগের দিকে। ৭১ পয়েন্ট নিয়ে আর্সেনালের পাশে তারা। দুই পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে ম্যানসিটি। সালাহ দ্বিতীয় গোলের সুযোগ পেয়েছিলেন। শুধু গোলকিপার ছিল তার সামনে। কিন্তু তার মাথার ওপর দিয়ে বল গোলবারের পাশ দিয়ে মারেন তিনি। এরপর লুইস দিয়াজকে বল বানিয়ে দেন সালাহ। দিয়াজের শট প্রতিপক্ষ খেলোয়াড় হিয়েনের বাহুতে লাগলে লিভারপুল পেনাল্টির আবেদন তোলে। রেফারি তা প্রত্যাখ্যান করলে দিয়াজ অসম্মতি জানিয়ে হলুদ কার্ড দেখেন।

About The Author

শেয়ার করুন