লিটল ম্যাগাজিন প্রকাশ করে বিশেষ অবদান রাখায় ফয়সলসহ দেশের ৬জন পেলেন শিল্পকলা সম্মাননা

29

ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে ‘লিটল ম্যাগাজিন প্রদর্শনী ও সম্মাননা ২০২৩’। গত ৬ এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৪টায় অনুষ্ঠানের শুরুতেই সমবেত নৃত্য বিদ্রোহী পরিবেশন করে একাডেমির নৃত্যদল। নৃত্য পরিচালনা করেন জয়দ্বীপ পালিত, ভাবনা ও পরিকল্পনায় লিয়াকত আলী লাকী।
সম্মাননা প্রদান ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় জাদুঘরের বোর্ড অব ট্রাস্ট্রিজের সভাপতি ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। আলোচনা পর্বে শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ।
অনুষ্ঠানে, ‘বাংলাদেশের ছোটকাগজ চর্চা’ বিষয়ে প্রবন্ধ পাঠ করেন সাময়িকপত্র গবেষক ড. ইসরাইল খান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। তিনি তাঁর বক্তব্যে বলেন, যারা লিটল ম্যাগাজিন সম্পাদনা করেন, তাদের অনুপ্রাণিত করতেই বাংলাদেশ শিল্পকলা একাডেমি এ আয়োজন করে থাকে। ভবিষ্যতে এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ ধরনের ব্যতিক্রমি আয়োজনের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগের প্রশংসা করেন আলোচক বক্তারা।
ছোটকাগজ চর্চায় তাৎপর্যপূর্ণ অবদানের জন্য এবার দেশের ছয়টি লিটল ম্যাগাজিন সম্পাদককে লিটল ম্যাগাজিন সম্মাননা ২০২৩ প্রদান করা হয়েছে।
সম্মাননা প্রাপ্তরা হলেন: ১. সরকার আশরাফ, সম্পাদক, নিসর্গ, ২. হাবিব ওয়াহিদ, সম্পাদক, অনিন্দ্য, ৩. শান্তিরঞ্জন ভৌমিক, সম্পাদক, অরণিকা, ৪. সাজ্জাদ আরেফিন, সম্পাদক, নান্দীপাঠ
৫. হাফিজ রশিদ খান, সম্পাদক, পুষ্পকরথ ও ৬. ফারুকুর রহমান ফয়সল, সম্পাদক, গৌড়লিপি (জেলা শিল্পকলা একাডেমি, চাঁপাইনবাবগঞ্জ)।
সম্মাননাপ্রাপ্তদের প্রত্যেককে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে ৫০ হাজার টাকা মূল্যমানের চেক, সনদপত্র, উত্তরীয় ও ক্রেস্ট প্রদান করা হয়। সবশেষে অনুষ্ঠিত হয় সম্মিলিত আলোকচিত্র ধারণ ও প্রীতি সম্মিলনী।
এর আগে বিকেলে অনুষ্ঠানের শুরুতে জাতীয় চিত্রশালার ৫নং গ্যালারিতে ছোটকাগজ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, একাডেমির মহাপরিচালক এবং অন্যান্য অতিথি ও সম্পাদকগণ উপস্থিত ছিলেন। ৬ থেকে ১২ এপ্রিল ২০২৩ পর্যন্ত চলবে লিটল ম্যাগাজিন প্রদর্শনী। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একাডেমির ৫নং গ্যালারিতে প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা কালচারাল অফিসার লিটল ম্যাগাজিন গৌড়লিপি’র সম্পাদক ফারুকুর রহমান ফয়সল বলেন, শিল্প-সাহিত্য চর্চার বিকাশে লিটল ম্যাগাজিন তথা ছোটকাগজ চর্চা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বুদ্ধিবৃত্তিক ও সৃজনশীল চর্চার সাথে সম্পৃক্ত বিভিন্ন সংগঠন বা গোষ্ঠীর মুখপত্র হিসেবেও লিটল ম্যাগাজিন প্রকাশ পেয়ে থাকে। দেশে ষাটের দশক থেকে একুশের চেতনাকে ধারণ করে লিটল ম্যাগাজিন চর্চা প্রসার লাভ করে। কবি, লেখক, বুদ্ধিজীবীরা কোন না কোনোভাবে একসময় ছোটকাগজের সাথে যুক্ত ছিলেন। পাড়া-মহল্লা থেকেও বিভিন্ন দিবসে ও আয়োজনে একসময় ম্যাগাজিন প্রকাশিত হতো। আশির দশকে বাংলাদেশে লিটল ম্যাগাজিন চর্চা জনপ্রিয় হয়ে ওঠে।
তিনি বলেন, ২০২২ সাল থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেশে বিভিন্ন সময়ে প্রকাশিত ছোটকাগজ নিয়ে প্রদর্শনী আয়োজন ও গুরুত্বপূর্ণ ছোটকাগজকে সম্মাননা প্রদান করছে।
সম্মানিত হওয়ায় তিনি লিটল ম্যাগাজিন গৌড়লিপি’র সঙ্গে সংশ্লিষ্টদেরসহ শিল্পকলা এ্যাকাডেমির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।