সোমবার, ৭ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

Last Updated on আগস্ট ১৪, ২০২৪ by

লিগস কাপ থেকে বিদায় মেসিহীন মায়ামির

কোপা আমেরিকায় কলম্বিয়ার বিপক্ষে চোট পেয়েছিলেন, এরপর আর মাঠে ফেরা হয়নি লিওনেল মেসির। এদিকে শুরু হয়ে গেছে ক্লাবের খেলা। কিন্তু তার অনুপুস্থিতিতে ভুগছে ইন্টার মায়ামি। লিগস কাপে কলম্বাস ক্রুর কাছে হেরে বিদায় নিতে হয়েছে তাদের। লিগস কাপের শেষ ষোলোতে গতকাল বুধবার ইন্টার মায়ামিকে ৩-২ ব্যবধানে হারায় কলম্বাস। শুরুতে মাতিয়াস রোজেসের গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন দিয়েগো গোমেস। কিছুক্ষণ পর কলম্বাসের হয়ে ব্যবধান কমান ক্রিস্টিয়ান রামিরেজ। পরে জোড়া গোল করে দলকে জেতান দিয়েগো রসি। শেষ পর্যন্ত এগিয়ে থেকেও রক্ষা হলো না মায়ামির। অথচ গত বছর ক্লাবে যোগ দিয়েই ইন্টার মায়ামিকে শিরোপা এনে দেন মেসি। আসরে ১০ গোল করে ছিলেন সর্বোচ্চ গোলদাতা। জিতেছিলেন টুর্নামেন্ট সেরার পুরস্কারও। কিন্তু এবার মেসিও নেই, সফলতাও ধরা দেয়নি আমেরিকান মেজর সকার লিগের ক্লাবটির। এদিকে মেসি কবে মাঠে ফিরবেন তা নিয়ে এখনও নিশ্চিত করে জানা যায়নি কিছুই। যদিও ধারণা করা হচ্ছে আগস্টের শেষদিকে দেখা যেতে পারে আর্জেন্টাইন এই সুপারস্টারকে।

 

About The Author

শেয়ার করুন