Last Updated on ডিসেম্বর ৩, ২০২৪ by
লালাপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ফজলু (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত ব্যক্তি জেলার সদর উপজেলার মহারাজপুর গোয়ালটুলি গ্রামের মৃত সাজ্জাদ মন্ডলের ছেলে।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের লালাপাড়ায় রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রইস উদ্দিন জানান, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে লালাপাড়া এলাকায় রাস্তা পার হচ্ছিলেন ফজলু। এসময় একটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা জানতে পেরে ফজলুকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ফজুলর মরদেহ হাসপাতালে মর্গে রাখা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে ওসি জানান।
এদিকে এ ঘটনার পর স্থানীয় লোকজন মোটরসাইকেলটি আটক করে রাখে বলে জানান ওসি।