লালন ফকিরের ১৩৩তম তিরোধান দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে সাধুসঙ্গ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টায় শহরের শাহীবাগে বিশ্বরোড মোড় এলাকায় চাঁপাই বাউল ভক্তকুল এই সাধুসঙ্গ অনুষ্ঠানের আয়োজন করে।
সাধুসঙ্গ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেনÑ জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন।
অ্যাডভোকেট দেলুয়ার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেনÑ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফখরুল ইসলাম, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন দিলু, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মো. ফারুকুর রহমান ফয়সল, চাঁপাই বাউল ভক্তকুলের সভাপতি সাধু সাজাহান আলী।
মোহা. আশরাফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেনÑ চাঁপাই বাউল ভক্তকুলের সাধারণ সম্পাদক কাউসার আলি রিপন।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার বাউল সাধুরা লালন ফকিরের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাউল গান পরিবেশন করেন।