লভিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৪

4

ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভের আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৩০ জন। হামলায় অর্ধশতাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক মানুষ সেখানে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় মেয়রের বরাত দিয়ে গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। লভিভের মেয়র আন্দ্রেই সদোভি জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার সকালের হামলায় ৪ জন নিহত হয়েছেন।

জরুরি সেবা বিভাগের কর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে নিহতদের দেহ উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে। রুশ বাহিনীর হামলায় সবমিলিয়ে ৬০টি আবাসিক ভবন এবং ৫০টি গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি জানিয়েছেন লভিভজুড়ে একাধিক স্থানে হামলা হয়েছে। লভিভের গভর্নর ম্যাক্সিম কোজিৎস্কি তার নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে একটি ১৩ সেকেন্ডের ভিডিও প্রকাশ করেছেন। ভিডিও থেকে দেখা যাচ্ছে, চারতলা বিশিষ্ট একটি অ্যাপার্টমেন্ট ভবনের উপরের অংশ বলতে গেলে নাই হয়ে গেছে কিংবা যাও বা অবশিষ্ট রয়েছে তা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর আগে, গত মঙ্গলবার ইউক্রেনের খারকিভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১২ শিশুসহ অন্তত ৪৩ জন আহত হয়। এ ছাড়া এতে একটি নয়তলা আবাসিক ভবন ও এর বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হয়ে।

খারকিভের পারভোমাইস্কি শহরে এক সেনার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে বেশ কয়েকটি গাড়িতেও আগুন ধরে যায়। ইউক্রেনের কর্মকর্তারা জানান, রাশিয়ার হামলায় শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলায় আহতদের মধ্যে সবচেয়ে কম বয়সী তিন মাসের এক শিশুও রয়েছে। মস্কো ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার বিষয়টি অস্বীকার করে আসছে। তবে প্রায়ই ইউক্রেনজুড়ে বেসামরিক নাগরিকদের ওপর হামলার খবর পাওয়া যায়।এদিকে, মঙ্গলবার মস্কোর কাছাকাছি ৫টি চালকবিহীন আকাশযান রুশ সেনাবাহিনী ভূপাতিত করেছে বলে জানিয়েছে রাশিয়া। এ হামলার পরিপ্রেক্ষিতে এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর সাহায্য ছাড়া ইউক্রেনের পক্ষে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানো সম্ভব নয়।