র‌্যারেব অভিযান, গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১

104

রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের কাশিমালা (তালপুকুর) এলাকার একটি রাইস মিলের সামনে থেকে দেড় কোটি টাকা মূল্যের হেরোইনসহ মো. শামীম (৩২) নামের একজনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। গ্রেপ্তার শামীম চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর নুনগোলা বাসস্ট্যান্ড এলাকার মো. ফাহিম উদ্দিনের ছেলে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ জানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। অভিযানে ১ কেজি ৫৫০ গ্রাম হেরোইনসহ মো. শামীমকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ১ কোটি ৫৫ লাখ টাকা বলে র‌্যাব সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।