র‌্যাবের পৃথক অভিযান : ফেনসিডিল ও ইয়াবা উদ্ধার গ্রেপ্তার ৩

29

চাঁপাইনবাবগঞ্জে তেলকুপি ও বারঘরিয়া এলাকায় ফেনসিডিল এবং বিআরটিসি বাস কাউন্টার এলাকায় ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে। র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প পৃথকভাবে এই অভিযানগুলো চালায়।
পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানি উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে গত সোমবার দিবাগত রাত সাড়ে ৩টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামে অভিযান চালায়। অভিযানে ১৪৮ বোতল ফেনসিডিলসহ মো. আ. রাজ্জাক কোরায়শী (২০) নামে একজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া তরুণ তেলকুপি গ্রামের মো. গাজলু রহমানের ছেলে।
অণ্যদিকে গত সোমবার রাত সাড়ে ৯টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার সদর উপজেলার বারঘরিয়া বাজার এলাকায় অভিযান চালানো হয়। কোম্পানি উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে চলা অভিযানে ১০২ বোতল ফেনসিডিলসহ মো. রবিউল আওয়াল (৩৫) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া যুবক বারঘরিয়া লক্ষ্মীপুর গ্রামের মো. মোয়াজ্জেমের ছেলে।
এদিকে গত সোমবার অপর অভিযানটি চালানো হয় জেলা শহরের বিআরটিসি বাস কাউন্টার এলাকায়। এ অভিযানে নেতৃত্ব দেন কোম্পানি উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম। এসময় ৪৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরো একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া তরুণ জেলার শিবগঞ্জ উপজেলার গোপারনগর হুদমা গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে মো. নয়ন আলী (২০)।