চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল পৌরসভার খুরশেদ মোল্লা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি নাচোল উপজেলার হামিদপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে গোলাম রব্বানী (২৫)।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে শনিবার দুপুর দেড়টায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গোলাম রব্বানীকে গ্রেপ্তার করা হয়।