চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার ফতেপুর বেলাল বাজার এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে। গ্রেপ্তার হওয়া তরুণ জেলার শিবগঞ্জ উপজেলার রানীবাড়ী চাঁদপুর মুক্তারপাড়া গ্রামের মো. ভেনচু ইসলামের ছেলে মো. দেলোয়ার (২০)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত সোমবার রাত ৮টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে বেলাল বাজার এলাকায় দুজন সন্দেহভাজন ব্যক্তি অবৈধ মালামালসহ অবস্থান করছে। এমন সংবাদ পাওয়া মাত্রই র্যাবের অপারেশন দল সেখানে উপস্থিত হয়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ওই দুজন ব্যক্তি পালানোর চেষ্টাকালে ঘটনাস্থল হতে ১টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুটারগান, ২টি ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ মো. দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়। অন্যজন পালিয়ে যায়।