চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলস্টেশন সংলগ্ন নুনগোলা কেডিসি নামাজপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ২টি ওয়ান শুটারগান, ২টি ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে। গতকাল মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টায় র্যাব-৫, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল এ অভিযান চালায়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৫, মোল্লাপাড়া ক্যাম্প জানায়Ñ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলস্টেশন সংলগ্ন নুনগোলা কেডিসি নামাজপাড়াস্থ পুনর্ভবা নদীর দক্ষিণ পাড়ে বিএডিসি সার গোডাউনের প্রাচীর ঘেঁষা একটি টিনের দোচালা বসতঘরের ভেতরে অভিযান চালায়। এ সময় ১টি বিদেশী পিস্তল, ২টি ওয়ান শুটারগান, ২টি ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মো. সেলিম (৫০) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া সেলিম নুনগোলা গ্রামের মো. জুয়েলের ছেলে। এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।