চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি বাগডাঙ্গা সুন্দরপুর গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে মো. আবুল কালাম (৩৯)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, শুক্রবার বেলা ১২টায় র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে¡¡ র্যাবের অপারেশন দল মাদকবিরোধী অভিযান চালায়। বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো এ অভিযানে ১ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ মো. আবুল কালামকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোন ও ১টি সিম কার্ড জব্দ করা হয়।