চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ফেনসিডিলসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে। গ্রেপ্তার হওয়া যুবক জিয়ারপুর গ্রামের মো. রিয়াজ উদ্দিনের ছেলে মো. জসিম উদ্দিন ওরফে কালু (৩০)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানায়।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব আরো জানায়, র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও কোম্পানি উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে¡¡ মাদকবিরোধী অভিযান চালায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের জিয়ারপুর গ্রামের একটি পুকুরে এ অভিযান চালানো হয়। সেই পুকুরের মাঝখানে একটি বাঁশের খুঁটিতে পানির নিচে ডুবিয়ে রাখা অবস্থায় ৭৪৫ বোতল ফেনসিডিলসহ মো. জসিম উদ্দিন ওরফে কালুকে গ্রেপ্তার করা হয়।