Last Updated on জুন ২৮, ২০২৪ by
র্যাবের পৃথক অভিযান
ফেনসিডিলসহ দুজন গ্রেপ্তার
র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা পৃথক দুটি অভিযান চালিয়ে ৩৩৬ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করেছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় পৃথক দুটি মামলা হয়েছে। পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এই তথ্য জানিয়েছে।
র্যাব আরো জানায়, গত বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টায় র্যাবের একটি আভিযানিক দল জেলার সদর উপজেলার মহারাজপুর ঘোড়াস্ট্যান্ডে অভিযান চালায়। এসময় ৩০৭ বোতল ফেনসিডিলসহ মো. জামাল আলী (২৭) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া যুবক সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের জামতলা গ্রামের মো. একরামুল হকের ছেলে।
র্যাব আরো জানায়, আমের ক্যারটের মধ্যে ফেনসিডিলগুলো নিয়ে যাওয়া হচ্ছিল।
অপর সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত বৃহস্পতিবার দুপুরে র্যাবের একটি আভিযানিক দল জেলার শিবগঞ্জ উপজেলার রানীহাটি কলেজ মোড়ে অভিযান চালায়। এই অভিযানে বিশেষ কায়দায় মোটরসাইকেলে করে ২৯ বোতল ফেনসিডিল নিয়ে যাবার সময় মো. জাকারিয়া (৩০) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জাকারিয়া জেলার শিবগঞ্জ উপজেলার সাহাপাড়া গ্রামের তৈমুর রহমানের ছেলে।