বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on জুলাই ১১, ২০২৪ by

র‌্যাবের পৃথক অভিযান : আগ্নেয়াস্ত্র ও গাঁজা উদ্ধার, একজন গ্রেপ্তার

নওগাঁর নিয়ামতপুরে অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ২টি ওয়ানশুটারগান, ২টি ম্যাগজিন এবং ৪ রাউন্ড গুলিসহ মো. মাসুদ রানা লিটন (৪৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার হওয়া ব্যক্তি রাজশাহী জেলার বোয়ালিয়া থানার তালাইমারী মহল্লার মৃত আমজাদ হোসেন তালুকদারের ছেলে।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এই তথ্য জানিয়েছে।
র‌্যাব আরো জানায়, গত বুধবার রাত পৌন ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের চৌরাপাড়া গ্রামের মসুদ্দিনের মোড়ে অভিযান চালায়। অভিযানে মো. মাসুদ রানা লিটনকে ১টি বিদেশী পিস্তল, ২টি ওয়ানশুটারগান, ২টি ম্যাগজিন এবং ৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নিয়ামতপুর থানায় মামলা রজু করা হয়েছে।
অপর সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার র‌্যাব জানায়, গত বুধবার রাত সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার পাওয়েল ইসলামপুর নামক স্থানে আমনুরা-চাঁপাইনবাবগঞ্জ সড়কে অভিযান চালায়। এসময় পরিত্যক্ত অবস্থায় ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

About The Author

শেয়ার করুন