র‌্যাবের পৃথক অভিযানে সোয়া কেজি হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ২

17

র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পৃথক দুটি অভিযানে প্রায় সোয়া কেজি হেরোইনসহ ২ জন গ্রেপ্তার হয়েছেন। পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে র‌্যাব।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল গত শনিবার বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকার লাল বোর্ডিংয়ের সামনে অভিযান চালায়। অভিযানে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার পূর্ব জগতবেড় গ্রামের মো. হাকিম উদ্দিনের ছেলে মো. আনোয়ার হোসেন (২৯)কে ১ কেজি ১২ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে জেলার সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অপর সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত শনিবার রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ী সাগরপাড়া এলাকায় অভিযান চালায়। এ অভিযানে গোদাগাড়ী উপজেলার শিবসাগর আদর্শ পাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মো. আজিমুদ্দিন ওরফে আজিম (৪৪)কে ১৯৩ গ্রাম হেরোইন ও ১টি মোবাইল ফোনসহ গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে গোদাগাড়ী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।