Last Updated on অক্টোবর ২৬, ২০২৪ by
র্যাবের পৃথক অভিযানে শিবগঞ্জ ফেনসিডিল ও নাচোলে গাঁজা উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩১৪ বোতল ফেনসিডিল ও ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প। গত শুক্রবার জেলার শিবগঞ্জ উপজেলার ঝিল্লিপাড়া এলাকা থেকে ফেনসিডিল ও জেলার নাচোল উপজেলার সাকুপাড়া এলাকা থেকে এই গাঁজা উদ্ধার করা হয়।
শনিবার (২৬ অক্টোবর) পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এই তথ্য জানায়।
র্যাব জানায়, র্যাবের একটি আভিযানিক দল গত শুক্রবার রাত সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ মহাসড়কের ঝিল্লিপাড়া কালভার্ট সংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৩১৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
র্যাব আরো জানায়, সীমান্তবর্তী এলাকা থেকে মাদকের একটি বড় চালান চাঁপাইনবাবগঞ্জ শহরে প্রবেশ করার সংবাদ পাওয়ার পর র্যাবের আভিযানিক দল ঝিল্লিপাড়ায় যায়। এসময় মাদক কারবারিরা টহল দলের উপস্থিতি টের পেয়ে ফেনসিডিলগুলো ফেলে পালিয়ে যায়। ফেনসিডিলগুলো উদ্ধারের পর চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় জিডি করে হস্তান্তর করা হয়েছে।
অপর সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব আরো জানায়, র্যাবের একটি আভিযানিক দল গত শুক্রবার রাত ৮টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল পৌরসভার ৬নং ওয়ার্ডের দক্ষিণ সাকুপাড়া এলাকায় রাস্তার ওপর অভিযান চালায়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১০ কেজি গাঁজা উদ্ধার করে। এ ব্যাপারে নাচোল থানায় জিডিমূলে গাঁজাগুলো হস্তান্তর করা হয়েছে।