Last Updated on এপ্রিল ১৩, ২০২৫ by
র্যাবের অভিযান : প্রতারণার অভিযোগে গ্রেপ্তার এক
চাঁপাইনবাবগঞ্জে প্রতারণার মাধ্যমে বিদেশে নিয়ে চাকরি দেয়ার নামে অসহায় মানুষদের লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মো. সিরাজুল ইসলাম (৫৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গত শনিবার দিবাগত মধ্য রাতে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহান সেতুর টোল প্লাজা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব জানায়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি পিটিআই মাস্টারপাড়ার মৃত ফজলুর রহমানের ছেলে।
রবিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এই তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব আরো জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তি দীর্ঘদিন ধরে প্রতারণা চক্রের সাথে সংঘবদ্ধভাবে গ্রামের সহজ সরল লোকদের বিদেশে নিয়ে ভালো বেতনের চাকরি প্রদানের প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।
একজন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে সিরাজুল ইসলামের অবস্থান নিশ্চিত হয়ে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহান সেতুর টোল প্লাজা এলাকা অভিযান চালায়। অভিযানে সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।