শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ রবিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on সেপ্টেম্বর ২৬, ২০২৪ by

র‌্যাবের অভিযান : পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিল উদ্ধার বালিয়াডাঙ্গায়

 

চাঁপাইনববাগঞ্জ জেলার সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের সোনাপুর এলাকায় পরিত্যক্ত অবস্থায় ৩৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব। গত বুধবার রাত পৌনে ১২টার দিকে এই অভিযান চালানো হয়।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এই তথ্য জানিয়েছে।
র‌্যাব আরো জানায়, র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল বালিয়াডাঙ্গা ইউনিয়নের সোনাপুর নামক এলাকায় ব্রিজের ডান পাশে পাকা রাস্তার ওপর অভিযান চালায়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৩৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ফেনসিডিল চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় জিডিমূলে হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানায়।

About The Author

শেয়ার করুন