শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on আগস্ট ২৮, ২০২৪ by

র‌্যাবের অভিযান : উদয়ন মোড়ে ফেনসিডিল ও ইয়াবা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের উদয়ন মোড় এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০ বোতল ফেনসিডিল ও ১ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। গত মঙ্গলবার রাত ১০টায় এই অভিযান চালানো হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়।
বুধবার পাঠানো ওই সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব আরো জানায়, র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল উদয়ন মোড় এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১০ বোতল ফেনসিডিল ও ১ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

About The Author

শেয়ার করুন