র‌্যাবের অভিযানে হেরোইনসহ একজন গ্রেপ্তার

8

চাঁপাইনবাবগঞ্জে ৬১৮ গ্রাম হেরোইনসহ তাজেমুল হক (২৬) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে। গত শুক্রবার রাত ৮টায় সদর উপজেলার হায়াত মোড়ের পশ্চিমে হলি মিশন একাডেমি সংলগ্ন ব্রিজের ওপর হতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তি জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট বাগদুর্গাপুর মাঠ এলাকার কবুল হকের ছেলে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে¡¡ র‌্যাবের অপারেশন দল মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানে হায়াত মোড়ের পশ্চিমে হলি মিশন একাডেমি সংলগ্ন ব্রিজের ওপর হতে ৬১৮ গ্রাম হেরোইনসহ তাজেমুল হককে গ্রেপ্তার করা হয়।