চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে হেরোইনসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি শিবগঞ্জ উপজেলার জাবড়ি কাজীপাড়ার মো. মফিজুল ইসলামের ছেলে মো. সাদেরুল ইসলাম (২৫)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৫ এই তথ্য জানিয়েছে। র্যাব আরো জানায়, র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গত বৃহস্পতিবার বিকেল ৫টায় জাবড়ি কাজীপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় ২৯০ গ্রাম হেরোইনসহ মো. সাদেরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও র্যাব জানিয়েছে।