Last Updated on সেপ্টেম্বর ১৯, ২০২৪ by
র্যাবের অভিযানে হুজরাপুরে উদ্ধার পৌনে ১১ কেজি হেরোইন
চাঁপাইনববাগঞ্জ পৌরসভার হুজরাপুর কাজিপড়া এলাকা থেকে ১০ কেজি ৭০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র্যাব। গত বুধবার রাত সাড়ে ৮টায় পরিত্যক্ত অবস্থায় হেরোইনগুলো উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এই তথ্য জানিয়েছে।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের অন্তর্গত হুজরাপুর কাজিপাড়া মসজিদের উত্তর পাশে মহানন্দা নদীর পাড়ে অভিযান চালায়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১০ কেজি ৭০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত হেরোইন জেলার সদর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে বলেও র্যাব জানায়।