শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on নভেম্বর ২২, ২০২৪ by

র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের দায়েরকৃত মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মিজানুর রহমান (৪৩) নামের একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার জেলার সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা এলাকায় তাকে গ্রেপ্তার করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প এই তথ্য জানিয়েছে।
র‌্যাব আরো জানায়, র‌্যাবের একটি আভিযানিক দল আমনুরা এলাকায় অভিযান চালিয়ে র‌্যাবের দায়েরকৃত মাদক মামলায় ১০ বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব আরো জানায়, আটক মিজানুর একজন পেশাদার মাদক ব্যবসায়ী। ২০২২ সালের গত ২৬ জানুয়ারি মাদক বিক্রয় এবং সংক্ষণের সময় ৯৩৫ গ্রাম হেরোইনসহ র‌্যাবের টহল দলের হাতে গ্রেপ্তার হয় মিজানুর।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়। পরবর্তীতে সেই মামলায় জামিনে মুক্তি নিয়ে মিজানুর রহমান পলাতক থাকে। তবে তার অনুপস্থিতিতে আদালত তাকে ১০ বছরের কারাদ- প্রদান করেন এবং ৩ হাজার টাকা অর্থদ- অনাদায়ে আরো ৩ মাসের কারাদ- প্রদান করেন।

About The Author

শেয়ার করুন