চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা বাজার এলাকার একটি আমবাগানে অভিযান চালিয়ে ভারতীয় জাল রুপিসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি জেলা শিবগঞ্জ উপজেলার মনকষা টোকনা বাজার এলাকার মৃত জুন্নুর রহমানের ছেলে মো. বজলার রহমান ওরফে বজু (৫৫)। গত ৯ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টায় এ অভিযান চালানো হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব আরো জানায়, র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে¡¡ মনাকষা বাজার এলাকার একটি আমবাগানের ভেতরে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ৭ লাখ ১৫ হাজার ভারতীয় জাল রুপিসহ মো. বজলার রহমান ওরফে বজুকে গ্রেপ্তার করা হয়।