র‌্যাবের অভিযানে শিবগঞ্জে গাঁজাসহ একজন গ্রেপ্তার

19

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা বাজার থেকে ৩ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি মনাকষা ধুইনাপাড়ার মো. আলীম উদ্দিনের ছেলে মো. হানিফ (৪০)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এই তথ্য জানিয়েছে।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান চালায়। গত মঙ্গলবার সন্ধ্যা ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে মনাকষা বাজারে পাকা রাস্তার ওপর এ অভিযান চালানো হয়। এসময় ৩ কেজি গাঁজাসহ মো. হানিফকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে জেলার শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।