র্যাবের অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. মতিউর রহমান নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। রাজশাহী র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প ও নাটোর ক্যাম্পের যৌথ অভিযানে জেলার সদর উপজেলার হায়াত মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মতিউর রহমান সদর উপজেলার শেখালীপুর তৈমুর হাজীর টোলার মো. সাবের আলীর ছেলে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এই তথ্য জানিয়েছে।
র্যাব আরো জানায়, গত মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর ক্যাম্পের র্যাব সদস্যরা যৌথভাবে অভিযান চালায়। এসময় হায়াত মোড় এলাকা থেকে নাটোর সদর থানায় দায়েরকৃত মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মতিউর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।