Last Updated on সেপ্টেম্বর ২৪, ২০২৪ by
র্যাবের অভিযানে ভোলাহাটে ফেনসিডিলসহ গ্রেপ্তার ২
চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার সোনাজাল এলাকা থেকে ৪৮৮ বোতল ফেনসিডিলসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। মঙ্গলবার বিকেলে র্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- ভোলাহাট উপজেলার পাঁচটিকরি গ্রামের মৃত এস্তাব আলীর ছেলে মো. শহিদুল ইসলাম (৪১) ও শিবগঞ্জ উপজেলার জমিনপুর গ্রামের মো. শরিফুল ইসলামের ছেলে মো. আনোয়ারুল ইসলাম ওরফে সিরাজুল (৩২)।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৬টা ১০ মিনিটে জেলার ভোলাহাট উপজেলার গোহালবাড়ী ইউনিনের সোনাজল এলাকায় অভিযান চালায়। অভিযানে ৪৮৮ বোতল ফেনসিডিল ও ফেনসিডিল বহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ শহিদুল ইসলাম ও আনোয়ারুল ইসলাম ওরফে সিরাজুলকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে ভোলাহাট থানায় একটি নিয়মতি মামলা রুজু করা হয়েছে।