বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on জুলাই ৩১, ২০২৪ by

র‌্যাবের অভিযানে প্রায় ৩ কেজি হেরোইনসহ একজন গ্রেপ্তার

 

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৮৪০ গ্রাম হেরোইনসহ মো. রাকিবুল (৩৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি জেলার সদর উপজেলার টিকরপাড়া গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে। বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এই তথ্য জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব আরো জানায়, গত মঙ্গলবার রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টহল দল জেলার সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের টিকরাপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় সেখানে সরবরাহকালে ২ কেজি ৮৪০ গ্রাম হেরোইনসহ মো. রাকিবুলকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে জেলার সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

About The Author

শেয়ার করুন