শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ রবিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on সেপ্টেম্বর ১৭, ২০২৪ by

র‌্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ১০ গ্রাম হেরোইন উদ্ধার

চাঁপাইনববাগঞ্জ জেলার সদর উপজেলার ডালিমবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ১০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‌্যাব। গত সোমবার রাত সাড়ে ৯টায় ডালিমবাড়িয়া এলাকার একটি আমবাগানের ভেতর থেকে হেরোইনগুলো উদ্ধার করা হয়।
মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এই তথ্য জানিয়েছে।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব জানতে পারে মাদকের একটি বড় চালান চাঁপাইনবাবগঞ্জ শহরে ঢুকবে। এমন সংবাদ পাবার পর র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল ডালিমবাড়িয়া এলাকায় অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে হেরোইনগুলো ফেলে মাদক কারবারিরা পালিয়ে যায়। পরবর্তীতে ১ কেজি ১০ গ্রাম হেরোইন উদ্ধার করে র‌্যাবের আভিযানিক দল।
উদ্ধারকৃত হেরোইন জেলার সদর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে বলেও র‌্যাব জানায়।

About The Author

শেয়ার করুন