বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

Last Updated on মে ২৭, ২০২৪ by

র‌্যাবের অভিযানে নয়াগোলায় ৩টি ওয়ানশুটার গানসহ যুবক গ্রেপ্তার


চাঁপাইনবাবগঞ্জে ৩টি ওয়ানশুটার গানসহ মো. হাসিম (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে। গ্রেপ্তার যুবক রাজশাহীর চন্দ্রিমা থানার শিরইল কলোনির ২নং গলির মো. নুর হাসানের ছেলে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এই তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জের কাছে গোয়েন্দা তথ্য আসে রাজশাহী থেকে এক ব্যক্তি অবৈধ অস্ত্র সংগ্রহের জন্য চাঁপাইনবাবগঞ্জে অবস্থান করছে। ওই তথ্যের ভিত্তিতে সাদা পোশাকে র‌্যাবের গোয়েন্দা দল চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহজনক এক ব্যক্তিকে তার দেহ তল্লাশি করে ৩টি ওয়ানশুটার গান উদ্ধার এবং মো. হাসিমকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।

About The Author

শেয়ার করুন