দৈনিক গৌড় বাংলা

র‌্যাবের অভিযানে চরবাগডাঙ্গায় ১ কেজি হেরোইন উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‌্যাব। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে এই অভিযান চালানো হয়।
মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল গোয়ালডুবি এলাকায় পদ্মা নদীর পাড়ে অভিযান পরিচালনা চালায় র‌্যাব। এসময় সেখানে নৌকা থেকে অজ্ঞাত এক ব্যক্তি একটি ব্যাগ গ্রহণের সময় র‌্যাবের আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে সে ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে নিরপেক্ষ সাক্ষীদের সম্মুখে ব্যাগে থাকা ১ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

About The Author