Last Updated on সেপ্টেম্বর ৫, ২০২৪ by
র্যাবের অভিযানে গোমস্তাপুরে এক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাসহ মামলার অন্য ধারায় আরো ৭ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জহিরুল ইসলাম (৩৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার হওয়া জহিরুল গোমস্তাপুর উপজেলার নন্দলালপুর গ্রামের মো. সাদিকুল ইসলাম কুলুর ছেলে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এই তথ্য জানিয়েছে।
র্যাব আরো জানায়, র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের নন্দলালপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব আরো জানায়, ২০২২ সালের ১ জুন অস্ত্র বহনের সময় অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার হন জহিরুল ইসলাম এবং পরবর্তীতে গোমস্তাপুর থানায় তার নামে একটি অস্ত্র মামলা দায়ের হয়। পরবর্তীতে জামিনে মুক্তি নিয়ে পলাতক থাকেন। ২০২৪ সালের অর্থাৎ চলতি বছরের ৩০ জুন আলাদত তাকে অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদ- এবং মামলার অন্য ধারায় আরো সাত বছরের কারাদ- প্রদান করেন।
জহিরুল ইসলামকে গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও র্যাব জানায়।