র‌্যাবের অভিযানে গোদাগাড়ীতে দেড় কেজি হেরোইনসহ গ্রেপ্তার ১

16

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ডাইংপাড়া মোড় এলাকা থেকে ১ কেজি ৬০০ গ্রাম হেরোইনসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি নাটোর জেলা সদরের রামাইগাছী এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. ইমরান আলী (৩৩)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এই তথ্য জানিয়েছে।
র‌্যাব আরো জানায়, গত শনিবার রাত ৯টার দিকে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকিরের নেতৃত্বে¡¡ মাদকবিরোধী অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এ অভিযানে ১ কেজি ৬০০ গ্রাম হেরোইনসহ মো. ইমরান আলীকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব আরো জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তি হেরোইনের একটি বড় চালান চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে গোদাগাড়ী হয়ে রাজশাহী নিয়ে যাওয়ার সময় একটি যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করা হয়। আটক করার সময় তার হেফাজতে একটি সবজিভর্তি বাজারের ব্যাগ পাওয়া যায়। ব্যাগটি তল্লাশি করে হেরোইনগুলো পাওয়া যায়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে প্যান্টের বেল্টের সঙ্গে রাখা আরো ৬০০ গ্রাম হেরোইন পাওয়া যায়। এ ব্যাপারে তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তার নামে পূর্বে আরো ৩টি মাদক মামলা রয়েছে বলেও র‌্যাব জানায়।