Last Updated on নভেম্বর ২২, ২০২৪ by
র্যাবের অভিযানে গাঁজাসহ একজন গ্রেপ্তার
র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ৯৫০ গ্রাম গাঁজাসহ ১ যুবককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া যুবক জেলার সদর উপজেলার রামচন্দ্রপুরহাট পুথিনীপাড়া গ্রামের মো. আনারুল হকের ছেলে মো. হাফিজুর রহমান (২৪)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এই তথ্য জানিয়েছে।
র্যাব আরো জানায়, র্যাবের আভিযানিক দলটি গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের বহরম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পার্শ্বে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় ৯৫০ গ্রাম গাঁজা ও গাঁজাবহনকারী মোটর সাইকেলসহ মো. হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।