চাঁপাইনববাগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের নয়ালাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে একটি টিনশেড ঘরের ভেতর থেকে কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- নয়ালাভাঙ্গা গ্রামের মো. সুমন আলী (২৩), মো. শামিম (২২), মো. হানিফ (২০) ও মো. রহমত আলী (১৯)। অভিযানে ২টি চাকু, ১টি গ্যাসলাইটার, ১টি কলকি ও ৩ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প জানায়Ñ র্যাবের একটি অপারেশন দল কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নেতৃতে শুক্রবার দিবাগত মধ্যরাতে নয়ালাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে একটি টিনশেড ঘরের ভেতর কিশোর গ্যাংবিরোধী অভিযান চালানো হয়। এ সময় কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়।