র‌্যাবের অভিযানে কিশোর গ্যাং লিডারসহ গ্রেপ্তার ৩

24

চাঁপাইনববাগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দৌলতপুর উপরটোলা গ্রামে কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়েছে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প। অভিযানে কিশোর গ্যাং লিডারসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. জীবন (২০), (লিডার), মো. মঞ্জিল ছোটন (১৯) ও মো. জিসান আলী (১৯)। তাদের বাড়ি ছোট চক দৌলতপুর ও ছোটচক এলাকায়। এসময় তাদরে কাছ থেকে এন্টি কাটার, গাঁজা, গাঁজা সেবনের কলকি, গ্যাস লাইটার জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা এলাকায় নিয়মিত ছিনতাই, চাঁদাবাজি ও মোবাইল চুরির ঘটনায় জড়িত। তাদের বিরুদ্ধে এ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে গত শনিবার রাত ১০টায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের নামে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এসব তথ্য জানিয়েছে।