চাঁপাইনববাগঞ্জ পৌরসভার রেল ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে। গত শনিবার মধ্যরাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, র্যাব-৫, চাঁপাইবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে। এসময় কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।